ঘুমছেঁড়া মাঝরাতে দেখি পূর্ণিমা রাহুগ্রাসে,
আকাশ ছায়া দীপ্ত অস্তিত্বে কাঁপে ত্রাসে!
রুক্ষতার বিপদগামী অশ্রুপাতে
                       একান্ত নীরবে।
রাত জেগে থেকে সোনালী ঊষায় হেঁটে চলি,
নিঝুম শহরের প্রশান্ত বুকে।
মিথ্যার কুহক ছিঁড়ে নিবেদিত প্রাণে,
                              স্মৃতির জাগরণে।
ঘুমছেঁড়া মাঝরাতে দেখি পূর্ণিমা রাহুগ্রাসে,
নক্ষত্রপুঞ্জ আর জোনাকীরা তার সাথে হাসে।
জেগে উঠি মাঘী পূর্ণিমা রাতে,
বিস্মৃতির অমা অন্ধকারে জেগে থাকি স্মৃতিতে।
চন্দ্রগ্রহণে বিলীন পূর্ণিমা
অমাবশ্যার রাহুগ্রাসে কাঁপে মহাশূন্যতায়।