হৃদয়ের পুনর্জগারণ জাগিয়ে তোলে বিশ্বাস,
চলমান সময়ই সম্মুখ ভবিষ্যতের আভাস।
উদ্বেগ উৎকণ্ঠা জাগায় আমাদের নিরাপত্তায়,
রক্তক্ষরণ আর অশ্রুপাত রুগ্নশাসন ব্যবস্থায়।