অনুপ্রেরণা সেতো সহানুভূতির পরমতসহিষ্ণুতা,
জাতীয়তাবাদ-দেশপ্রেমে থাকতে হবে একতা।
সময়ের প্রয়োজনে গুছিয়ে নেও ইচ্ছাগুলো,
পরিবর্তন করো, বদলে ফেলো বদ অভ্যাসগুলো।