মনকে জাগাও সৃজনশীলে সষ্টি সুখের উল্লাসে,
তোমার গতিপথে দেখবে উজ্জ্বল ধ্রুবতারা হাসে।
মনুষত্ব বিকেশে মানবিক আর উদার হলে,
সমাজে শান্তি আসবে, অশান্তি যাবে চলে।