বিশ্বজগতে নৈতিক শিক্ষা জাগায় মনুষ্যত্ববোধ,
সৃজনশীল দেশপ্রেমিক সত্যবিশ্বাসে সর্বদা সুবেধ।
যে সমাজে নাগরিক অধিকার সুরক্ষিত ও সুসংহত নয়,
সে সমাজে দুর্নীতি গণউপদ্রবের মাত্রা ততো বেশি হয়।