ভোরের আলোয় দেখা, কম্পিত চোখের তারায়;
শ্রাবণ মেঘের অস্থির বৃষ্টি অমৃত ধারায়।


ভোরের প্রার্থনায় নীলাকাশ সম প্রেম,
ঘূর্ণিপাকে বসবাস তবু একে অপরের খাদেম।


উদ্যানের পথ ভুলে পৌঁছায় শ্মশানে,
হৃদয়ে শিহরণ জাগায় অস্থির আলিঙ্গনে।


পালছেড়া নৌকা শান্তি খুঁজে পায় বুকে,
আত্মার অভিমানগুলো থামে ধুকে ধুকে।


অঝোরে কাঁদে, আলো নিভে ব্যথিত অশ্রুপাত;
অবিরাম দৃষ্টি, চুমু শিহরণ প্রতিশ্রুতি বারিপাত।


চোখে মুখে মুগ্ধতার ছায়া বুকে শান্তি খোঁজে,
দেহমন জুড়ে কেঁপে ওঠে কায়া! নিত্য কাজে।


স্বপ্নময় জীবনের সিঁড়ি দিনরাত্রির পদতলে,
দূরগ্রহে স্বপ্ন হাসে, অস্পর্শতার কাদা-জলে।


হেঁটে হেঁটে ভোরের আলোয় সান্ত¡না পায়,
ভালোবাসার বৃষ্টিতে ভেজে হৃদয়ের মমতায়।
                      (১৪ জুলাই ২০১২)