গোধুলিতে আকাশ ঘামে
         আদ্র বাতাসে সন্ধ্যা নামে,
শরতের আরাম পেয়ে
         শীত কুয়াশা আসে ধেয়ে।
হেমন্তকে ডেকে আনে
    প্রকৃতি জাগে কোকিলের গানে,
শিউলি বকুল রূপ ছড়ায়
              বসন্ত যৌবন জাগায়।
(রচনাকাল: ০৭ ফেব্রুয়ারি ২০২০)