আমাদের গ্রামের রাস্তাটি
          মহাসড়ক থেকে বেরিয়ে  
                        কলেজের পিছন দিয়ে,
আঁকা বাঁকা ফসলের মাঠ চিরে
                 এগিয়ে চলেছে বিলের ধারে।
কিছুদূর এগুতেই
    মাঝখানে উঠান, বাড়ি সারি সারি!
               দাঁড়িয়ে আছে গাছ স্মৃতি তারই।
বিচিত্র গাছের সারি অপরূপ,
মসৃণ উঠান, খড়-বিচলি গাদার শৈল্পিক রূপ।
আঁকা-বাঁকা রাস্তার দু’ধারে খেজুর গাছের সারি,
       আম কাঁঠাল নারিকেল আতা বেল সুপারি ।
দাঁড়িয়ে আছে যেন গলা ধরাধরি,
             সবুজ মাঠের আলে গায়ে জড়াজড়ি।
ছোট বেলার বন্ধুর মতো
                 প্রকৃতির সাথে আছে মিলেমিশে।
গ্রাম চিরে রাস্তাটির শেষ মাথা বিলের ধারে,
              সেখানে আছে এক বিশাল বটগাছ।
পথিক আর পাখিদের মিলনমেলা,
                    দিনরাত ফল আর পাতা পড়ে,
রাত্রিতে ঘুটঘুটে আঁধারে ঢাকে।
গরমে গ্রামবাসির শীতল বাতাস দেয়,
           বছর শেষে গ্রামীন মেলা, ধর্মসভা হয়।
               (২০ ফেব্রুয়ারি ২০১২)