রোদ্দুর! চারিদিকে রোদ্দুর!
         মেঘ নেই চৈত্রের আকাশে,
ঘূর্ণি তোলে ঝঞ্জাবায়ু, বৈশাখের বাতাসে।
রোদ্দুর নিমিষেই সমুদ্দুর
      বৈশাখী তাণ্ডব
             আছন্ন দিগন্ত।
স্ফুলিঙ্গের প্রজ্জলিত শিখায় আকাশ কাঁপিয়ে
বসত বাড়ি ঘর গাছ-পালা কাঁপিয়ে,
               ঘূর্ণি তোলে ঝঞ্জাবায়ু
কালবৈশাখীর কাছে যেন ক্ষণ আয়ু।
বাতাসে রোদন ধবণি তোলে
         ঝঞ্জাবায়ু ঘূর্ণি তোলে।
বৈশাখের ছাতি ফাটা দুপুরে
মাঠ-ঘাট চৌচির সূর্যের উত্তাপে।
রোদ্দুর! চারিদিকে রোদ্দুর!
শীলা-বৃষ্টির আঘাতে বিরাণভূমি।
             যেন সমুদ্দুর!
  ক্ষণিকের মুহূর্তে
        থমকে দেয় ধরনীকে,
প্রজ্জলিত সূর্যের বৈশাখী খরতাপে
রোদ্দুরে ধরণী কাঁপে কাঁপে
কালবৈশাখীর তাণ্ডবে প্রকৃতি কাঁপে।