বুকের মধ্যে স্মৃতির দৃশ্যে একটি শব্দ
                          রক্তমাখা বুলেট বিদ্ধ!
জ্বলছে আগুন রক্তমাখা একটি স্বপ্ন।
উর্ধ্বাকাশে মিসাইল -বোমা,
           মাটিতে জ্বলছে পবিত্রভূমি প্যালেস্টাইন
রক্তমাখা স্বপ্ন জাতির মাতৃহারা-পিতৃহারা
                           মর্মভেদি শিশুর কাঁন্না।
দাঁড়িয়ে কাদা, রক্তমাখা একটি সকাল।
বেতার তরঙ্গে সচিত্র দৃশ্য মৃত্যুমাখা রক্তদেখা,
কালো ধোঁয়ার কুণ্ডলি পেচিয়ে ওঠা---শিহরিত দেহ-প্রাণ!
অবরুদ্ধ! নামাজরত আল-আকসায় জাগে
                   মৃত্যুমাখা বুলেটবিদ্ধ প্রার্থনা।
ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে মধ্যরজনী কিংবা প্রভাত আলোয়
ফুঁসে ওঠে রাতে ভেজা চুম্বন---
যুদ্ধবিরতির আহবান-মুক্তির পথ, তামাশার খেলা।
গোপনে নিরব সমর্থন। তোমরা চালিয়ে যাও
           মৃত্যুর দুয়ারে ঘুমন্ত বিবেক জাগে না!
রক্ত ঝরছে, বিশ্ববিবেক নির্লজ্জর মতো দেখছে।
সন্ত্রাস দমনের কথাবলে লালন করছে সন্ত্রাসবাদকে ।