এটি ফুলের গল্পবলি, ছোট্ট খোকা নাম
  দেশমাতৃকার মুক্তি সাধক, বাংলাদেশের মান।
চাঁদের হাসি ছড়িয়েছিল পূর্ণ শশীর মতো,
স্বর্গ ছোঁয়া স্বপ্ন ছিল ধ্রæবতারার মতো।
আলোর পথে হৃদয়পুরে স্বপ্নের মোহনায়,
বাঙালি জাতিসত্তায় এক করল মমতায়।
মহাকাব্যে আঁকেন তিনি স্বাধীনতার ছবি,
আলোর পথে উঠল হেসে লাল-সবুজের রবি।
তিনি আমাদের নয়ণমনি স্বাধীনতার রবি,
০৭ মার্চের ভাষণে জানিয়ে দিলেন সবই।
(১৬ ডিসেম্বর ২০১৫)