উড়ন্ত মেঘের ক্রন্দনে চলে উত্তরী মেঘ,
ছায়াছন্ন ধুলোর ধূসর মেঘবৃষ্টি।
ধাবমান মেঘের ঘর্ষণে জেগে ওঠে
যেতে যেতে বনভূমি ফসলের মাঠে,
নদী শিউরে ওঠে, বৃষ্টির স্পর্শে।
ছুঁয়ে যায় চলার আনন্দ, দুরন্ত গতিতে।
শূন্যতায় ভর করে নেমে আসে জনপদে,
বৃষ্টির দামামা বাজায় রণধবণি দিয়ে।
উড়ন্ত উত্তরী মেঘের মাতৃশোক থেমে যায়
আবার ধেয়ে আসে নীল আসমানে
কদম ফুলের সৌরভে উত্তরে, প্রেয়সীর টানে।
অদৃশ্য চুম্বনে পূর্ণতা আনে সজীবতা,
নবীন যৌবনা উত্তরী মেঘ শাড়ির ভাঁজে;
নীল সাদা শিল্পের দূরন্ত আবেগে,
নীরবে নৈঃশব্দে থেমে থেমে আবার
উত্তরে চলে উত্তরী মেঘ।
কখনো উদাসী আর্তনাদে ঝরে পড়ে
তপ্ত ধুলোর পরে। প্রকৃতির কোলে,
আনন্দের ধারা ভূবনে ভূবনে
ফুল পাখির উত্তেজনার টান ভাঁজে ভাঁজে।
কেঁদে কেঁদে উড়ে প্রেয়সীর খোঁজে উত্তরে।
(২৩ জুলাই ২০১৩)