এসেছি তাই সব ভুলে আনন্দের আবর্তনে ,
স্মৃতি ভরা প্রেম ভালোবাসা নিয়ে মনে প্রাণে।
শেষ মুহুর্তে! উৎসবের দিনে,
ভাবছ! দেওয়া কিংবা নেয়ার প্রয়োজনে?
না। সৃষ্টি সিন্দুর গানে গানে,
    নীল সুদ্রের তীরে।
                পৃথিবী কি চায়! কে তা জানে!
হারিয়ে ফেলেছি পথ, আঁধার রাতে
তাকিয়ে নক্ষত্রের পানে! ধ্রবতারার চলার পথে।
বাতাসের গন্ধ শুকে শুকে, তারই সাথে।
হারিয়েছি যে পথ, পেয়েছি আবার সৃষ্টির বুকেতে।
         চৈত্র সংক্রান্তির দিনে! চৈতালী দুপুরে খাঁ খাঁ করে,
শীতের রাতে কুয়শা ঝরে।
মাটির গন্ধে প্রকৃতির মমতায়
পুরাতন ঋণ শোধে সেখানে  তারই আশায়।
চৈত্রের ঝরা পাতার মতো ব্যথা ঝরে,
সাগর উল্লাস করে ঢেউয়ে ঢেউয়ে সামুদ্রিক ঝড়ে।
হাওয়া গুলো লোকালয়ে এসে পড়ে,
স্বপ্ন জাগে বুকে নক্ষত্র রাতে।
রাতের বাতাসে আঁধারে খুঁজে পাই রূপ
ক্লান্তি ছেড়ে তৃপ্তির আনন্দে জ্বালায় ধূপ।
উৎসবে সেই টানে,
জনতার সাথে মাটির সেধো গন্ধে জীবনের গানে।
সুখের জলে ভেজা আঁচলখানি
রূপের সাগরে ডুবাবে সে আঁখি কে তা জানি!


(০৮ডিসেম্বর ২০০৯)