ভোরের আলো টলমল সবুজ ডগায়
আমার হৃদয় ভরেছে প্রকৃতির শোভায়
সৌরভ ছড়ানো ফুলের বাগানে
প্রজাপতির নিত্য খেলা,
প্রকৃতির বাগানে দাও তুমি হৃদয়ে দোলা।
শিউলি ভোরে কাশফুলের নরম ছোঁয়ায়,
হৃদয় উঠেছে জেগে শুভ্র মেঘের আভায়।
নদীতে ঢেউ টলমল, নৌকায় উড়ে পাল,
চলেছি সবুজ বাংলায় অনন্তকাল।
সোনার বাংলার ষড়ঋতুর বেশে
রূপসী বাংলার রূপে-অপরূপের বিচিত্র দেশে।
গ্রীষ্ম থেকে সবুজ বসন্তে
রূপে একাকার ষড়ঋতুর নবীন আবেশে।
            (২৭ মার্চ ২০১৭)