আগুন জ্বালাইয়া
           দূরে গেলে চলিয়া
বাড়াইয়া আমার হিয়ার জ্বালা!
আমার চলার পথে
           একলা রাতে
জ্বলছি আমি তপ্ত  স্রোতে।
সখি বলো বাঁচিব কি নিয়া?
আমার শান্তি সুখের আশা
                 বৃথাই সে ভরসা,
আমি হারাইয়া দু’কুল
                হইয়াছি ব্যাকুল
সখি জ্বলছে আমার হিয়ার ফুল।
সখি বলো বাঁচিব কি নিয়া?
আমার সকাল-সন্ধ্যা কাটে একলা
      আমি আশায় থাকি সারাবেলা,
আমার রাত্রি কাটে তোমার স্মৃতি নিয়া
                  একলা আছি প্রিয়া।
সখি বলো বাঁচিব কি নিয়া?
                      তপ্ত ফাগুনে
জ্বলিতেছি এ কোন আগুনে!