মাঝরাতে শরীর জেগে ওঠে
                       হৃদয় প্রসন্ন গভীরে
নিবিড় নীলিমায় ওতপ্রোত গলা জড়িয়ে
স্বপ্ন সৌন্দর্যের বাস্তব পরীক্ষায়।
গহীন আঁধার তথা জীবনের পালাবদল;
ঝাঁপিয়ে পড়ি রহস্যের মধ্য সমুদ্রে
             অলক্ষ্যে অগোচরে!
         পালাবদলে খেলা ঘরে।
ধূসরতায় ক্ষণকাল ছেয়ে আছে বিষণ্ন বিকাল,
প্রবল শূন্যতা রাত পূর্ণিমার কালে
            আকাশ ভূমির সমাধি ক্ষেত্রে,
প্রতিবিম্বিত জীবন প্রলাপে আত্মমগ্ন;
জেগে ওঠে আত্মরক্ষা বোধের প্রসন্ন গভীরে
                 জলন্ত ধ্রুবতারায়!
নির্জন শূন্যতায় চিত্ররূপী প্রিয়জন
অস্তিত্বের নূর চিরন্তন অজ্ঞাত পরিচয়ে,
স্বপ্ন সৌন্দর্যে জেগে ওঠে মন।
আমি পূজারী মাত্র, চাই শুধু প্রেমরত্ন!
মধুর পিপাসায়-এ প্রাণ ধায় প্রেম শিখরে
             মমতার প্রসন্ন গভীরে।
রঙ্গিন মলাটে খুঁজি প্রিয় কণ্ঠস্বর;
আগামী রাত্রির রক্তিম ঠোঁটে
        স্বপ্নের অস্থির ধূসর ডানায়।
দীর্ঘশ্বাস বুকে নিতল শূন্যতা
রক্তকনিকার গভীরে
নিবিড় নীলিমায় ওতপ্রোত গলা জড়িয়ে।