স্বপ্নের ডানা মেলে চলে যায় তারা ভরা রাতে,
                       শুভ্রমেঘের পালকে শরৎ প্রভাতে।
শিউলি, বকুল, কাশফুলের কোমল ছোঁয়ায়;
     কথা ছিল, আকাশ আর জ্যোৎস্নার প্রেম যমুনায়।
স্বপ্নের ডানায় তারার মেলায়
                       ভোরের কুয়াশায় শিউলি তলায়।
গোধুলিবেলায় দীর্ঘশ্বাস বাড়ে শুভ্রমমতায়,
              ঝরাফুলের মিষ্টি গন্ধে পথিক পথ হারায়।
সুপ্ত প্রেমের অস্পষ্ট স্মৃতিটানে
               স্বপ্নের ভাবনাগুলো ডানা মেলে উজানে।
বুকে জমে থাকা হতাশায় বাড়ে দীর্ঘশ্বাস,
      কুয়াশার শুভ্রমেঘ আর মরীচিকার মধ্যে বসবাস।
ডানাহীন পাখির মতো সামান্য ছোটাছুটি
           অধঃপতিত সমাজে চেয়ে থাকে দু’টি আঁখি।
স্বপ্নলোকের চাবি হয় হাতছাড়া,
                    বেকারত্বের মিছিলে জীবন ছন্নছাড়া।
সপ্তশী মণ্ডলের সুপ্ত আবেশে ঘূর্ণি হাওয়ার টানে
    আগামীর নতুন দিনের নতুন স্বপ্নের জাল বোনে ।
(১০ সেপ্টম্বর ২০১০)