স্বপ্ন হাসে
        পদ্ম ভাসে
কাজলা দীঘির জলে।


সন্ধ্যা তারায়
       আকাশ ভরায়
পাখি সব নীড়ে ফেরে।


জ্যোৎস্না ছড়ায়
          পূর্ণিমায়
মেঘ শূন্য মায়াবি রাতে।


সূর্যি মামা
    গায় লাল জামা
  উঁকি দেয় প্রভাতে।


ফুল বাগানে
    ছোটাছুটি সেখানে
সোনামণি সুবাসে নাচে আনন্দে।


পাখিদের কলরব
           বাগানের সৌরভ
মৌমাছি প্রজাপতি নেচে যায় ছন্দে।


স্বপ্ন হাসে
       সবুজ ঘাসে
শিশির ভেজা শিউলি ভোরে।


রাতের শেষে
          সূর্য হাসে
বিশ্বভূবন আলোয় ভরে।
                
(২০জুন২০০৯)