সত্য কোথায়



সত্যকে পাত্তা দেয় না মিথ্যা হয়েছে বড়,
মিছে আনন্দ, মিথ্যা সুখই যেন আজ বড়!
পৃথিবীর বুকে শান্তি খোঁজে মিথ্যার পিছে ঘুরে,
সুখ তো পায় না সেথা, শান্তি থাকে দূরে দূরে।
জীবন যাদের আস্তা কুড়ে, একটু খাবার চায়,
মানব সমাজে এদের কি কোথাও ঠাই নাই!
ঐ দেখো! জুয়াচুরি আর হত্যা মামলা ষড়যন্ত্র ,
পুঁজিপতিগণ টুটিটিপে ধরে সরেনা বাকযন্ত্র।
চারিদিকে শুধু মিথ্যার গ্লানি আর অপবাদ!
চাপা পড়েছে সত্য , মিথ্যাই আজ ধনবাদ।
জনজীবনে অগ্নিপ্রদাহ যেন উৎক্ষিপ্ত আগ্নেয়পাত,
ধ্বংসের বুকে শান্তি খোঁজে , সত্যকে করে আঘাত।
মিথ্যার ভাষা বড় বড় বুলি। মাকাল ফলের রূপ!
ভিতরে খাসা ধরেছে চেপে পরিবেশে তার বিরূপ।
মানতে চায় না সত্য, মিথ্যাই যেন সব যুক্তিযুক্ত,
মিথ্যার রোগে ধরেছে সবার! বাদ পড়েছে সত্য।