গোধুলি লগণ শেষে,
সন্ধ্যা তারা উঠেছে হেসে,
                আসমানের গা ঘেসে।

অমাবশ্যার আঁধার,
     নিশাচর করে শিকার,
         জোনকি জ্বলে ভেসে ভেসে।

স্বপ্নগুলো দৃশ্যপটে,
      ভাবনার স্মৃতি অকপটে,
                          স্বপ্ন স্মৃতি হাসে।
জলসা মুখর রৌদ্র দুপুর
       ক্লান্তিহীন ভাবনাগুলো
                 আপন কল্পনায় আসে।