মরুদেশ ঘুরে
        মরীচিকা ছুঁয়ে
  গন্তব্যের পথ খোঁজে দু’জনে,

ঝরাপলকের দেশে
       ঝরাপতার বেশে
  কমনীয়তায় আদ্রতা আনে।

হিমেল হাওয়া শেষে
      বসন্ত বৃষ্টির দেশে
      জেগে ওঠে মন যৌবনে,

স্মৃতিঘেরা পটে,
     নান্দনিক দৃশ্যপটে
              উন্মুক্ত প্রাঙ্গনে।
        (২৬ মে ২০২০)