দৃশ্যমান দৃশ্যের নিসর্গ যামিনী
            বিস্মরণে শুষে নেয় প্রিয়তমাষু
বক্ষ কাঁপিয়ে গোধুলি বেলার দৃশ্যে
    জমে থাকা বেদনা, শুধুই নিষ্ঠুর মায়া।
আঁধার কুহেলিকার মায়াবী আলো
               নিত্য ভোগায় অজস্র দুঃস্বপ্ন
ঝরে গেছে বিরহের অন্তরঙ্গ।
কিংশুক রাতের নিঃশব্দ আঁধারে জড়ায়
ঘুম ভাঙ্গা জ্যোৎস্না রাতের নক্ষত্র প্লাবণে,
পূর্ণিমা চাঁদের সোনাঝরা আলোর ঘ্রাণে
নিশাচর প্রাণির মতো যামনীতে দু’জনে।
            দৃশ্যমান দৃশ্যের বেদনা ভুলে।
(০৩ আগষ্ট ২০১৪)