পরাজয়ের প্রতিশোধ বারবার
  মূর্তমান নির্জিব, অপবিত্র ক্লিবও
                ম্রিয়মান ধূসর পরাজয়।
পুঞ্জিভ’ত ক্ষেভে জ্বলে একাদশ
           বহুকাঙ্খিত আর্তির সীমানায়
আকাশ-বাতাস কাঁপিয়ে শত্রু দমন
       হঠাৎ ঘূর্ণিঝড়ের অস্তিত্বে মনন।
                  আত্মপরিচয়ে সম্মান অম্লান।
অপরূপ উজ্জ্বল বিজয় আমাদের অস্তিত্ব।
     পরাজিত শত্রুকে ধিক্কার বারবার,
        আত্মপরিচয়ে স্বাধীন আমার বাংলা।
(১৬ ডিসেম্বর ২০১৪)