আমাদের ভাষার দূষণ আর বিকৃত উচ্চারণে,
পাশ্চাত্য সংস্কৃতিতে মর্যাদা হারাচ্ছে বিদেশ ভূষণে,
আমরা আমাদের জাত পরিচয় ভুলতে বসেছি
মায়ের কোল থেকে ভাষাকে দূরে ঠেলে দিচ্ছি।
আমাদের গৌরবগাঁথা, আমাদের ভাষার ইতিহাস
বিদেশী ভাষা চর্চায় বাংলাকে করি উপহাস।
বাংলার চেতনা, জাতীয় চেতনা, বাংলাদেশের জন্ম
আমাদের ভাষা-সাহিত্য-সংস্কৃতি অন্যদের থেকে ভিন্ন।
জলজ্যান্ত সত্যকে ভুলতে বসেছি বাংলাকে নিয়ে,
শত্রু-মিত্র জাত পরিচয়ে দুলে উঠি ভয়ে।