একুশের আলো জাগ্রত জনতার জয়ের রথ,
আমাদের গৌরজ্জ্বল স্মৃতিবিজড়িত ইতিহাস মহৎ।
একুশের চেতনা আমাদের জাতীয়তাবাদের প্রেরণা,
বাংলা বাঙালির করতে বারবার আসে ঘোষণা।
বিশ্বমানবতা আজ সাম্রাজ্যবাদী শোষণের বিরোধী,
গণতন্ত্রের লেবাসে পুঁজিবাদ সেতো শোষণের নীতি।
আমাদের স্বকীয়তা আমাদের ভাষা-সাহিত্য-সংস্কৃতি,
আত্মমর্যাদায় সামাজিক, রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি।
সুদূর অতীতের জাতিগত আত্মপরিচয়ে আমরা বাঙালি,
আত্মমর্যাদায় ভাষার স্বকীয়তায় স্বাধীনতার দাবি তুলি।