আমার অস্তিত্বে ভীড় করে বিষণ্নতা
                জমাট বাঁধা যন্ত্রণার অনুভূতি,
আত্মঅহংকার ভুলে জাগতিক নিমগ্নতায়
          অস্তিত্বে ভীড় করে স্বপ্নচ্যুত স্মৃতি।
সৌন্ধর্যের ভাষা বোঝে স্বপ্ন খোঁজে
                       আলোর অনুভূতি মনে,
অবহেলায় তুমুল আলোড়ন তোলে
             একাকি মায়ার কাননে নির্জনে।
অদৃশ্য ছায়ার বনে প্রকৃতির চুম্বন
             দিগন্তে মেলে ধরে তারই ছবি,
রঙিন বসন্তে পরাগরেণু দোলে
              রোমাঞ্চিত যৌবনে ওঠে রবি।
          (০১ মার্চ ২০১৮)