শিক্ষা নিতে পারে যদি এ বিশ্ববাসি
চিন্তার অনুভবে বিশ্বকে সাজাতে কেন এতো উদাসী
আমাদের অভ্যাস আচরণ সবই টেকসই উন্নয়ণ
বহুমাত্রিক সমস্যার সমাধনে প্রযুক্তির নবায়ণ।
সৃষ্টি সুখের উল্লাসে অশিক্ষা আজ দৃশ্যমান,
নভোমণ্ডলে কর্মক্ষেত্রে সর্বত্র স্বপ্ন বলিদান।
মগজের কোষে নিষিক্ত বীষে চলে ব্যবচ্ছেদ,
অভ্যাস-স্বভাবই বলে দেয় পরস্পর বিচ্ছেদ।
জীবন যুদ্ধে কোনঠাসা স্বপ্ন, শিক্ষায় ভীতি;
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি লাগামহীন অসংগতি।
জীবন জীবিকায় ডোবে বিচ্ছেদের রবি,
শিক্ষা নিতে পেরেছে কি বিশ্ব! দেখি হতাশার ছবি।
   (০২ জুন ২০২০)