ভাষা শহিদদের স্মরণে
     শহীদ মিনারে নীরবতা পালন,
মসজিদ, মন্দির, গীর্জা প্যাগোডায়
                      বিশেষ প্রার্থনা।
মহান ভাষা শহিদদের স্মরণে।
              জন্মেছি বাংলায় তাই ---
মায়ের শেখানো মুখের ভাষার স্মরণে
                             গেয়ে যাই-----
“আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,
                   আমি কি ভুলিতে পারি।”
  সারাদিন গায়
          শহিদ মিনারে যায়,
খালি পায়ে প্রভাত ফেরির মিছিলে।
বাংলার দামাল ছেলে-মেয়েরা দলেদলে।
  এক কাতারে দাঁড়ায়
              ভাষা শহিদদের স্মরণে,
শহিদ মিনারের বেদীমূলে।
সব ভালোবাসা ঢেলে দেয়,
               ফুল হাতে ছুটে যায়।
বাংলা মায়ের শিকড়ের গন্ধে,
               ভাষা শহিদদের স্মরণে।
         ( ২১ ফেব্রুয়ারি ২০১২)