শৈল্পিক শিহরণ
                এম. মাহবুব মুকুল


অবাধ্যতার শীর্ষ ছুঁয়েছি তবু পিছু ফিরিনি,  
চলেছি প্রতারণার তীর্থ পল্লীতে।
কলংকিত ভালোবাসার ইতি টানে,
নিঃস্ব ধোয়ার অন্তরালে;
রোমাঞ্চিত শৈল্পিক শরীরের
                গ্রথিত শিহরণে।
উষ্ণবাতায়নের বিভ্রান্তির আকর্ষণে
যৌবনের অপ্রতিরোধ্য তেজী আগুনে।
স্বপ্নগলির হৃদয় জমিন ভালোবাসায়
     সোনালী অষ্টমী চাঁদের আশায়
                  তাই অবশেষে --
নির্জনতায় নীলাভ ঠোঁটের চুম্বনে মাতি
ঘূর্ণিবায়ুর এলোমেলো আর্তনাদে প্রজাপতি,
অনুভবে অলৌকিক মহাকালের ঝড়
রোদেলা দুপুরে ধূমায়িত বিষণ্ন আষাঢ়।
   ভালোবাসার প্রতারণায় প্রতারিত !
                     তবু পিছু ছাড়িনি,
স্বপ্নীল ভূবনে রোমাঞ্চিত শৈল্পিক শিহরণ।