আমরা যখন শান্তির খোঁজে
          শান্তি শান্তি বলে চিৎকার করি;
অশান্তি এসে ভীড় করে,
                   বলে, আহা! মরিমরি।
অস্ত্র দিয়ে শান্তি খোঁজার বৃথা চেষ্টা!
                যেন তৈলাক্ত বাঁশে উঠা।
শান্তির আলোচনা শেষে
     ছুঁড়েমারি ক্লাস্টার বোমা-মিসাইল।
শান্তি শান্তি বলে বক্তৃতা, বিবৃতি দিই
  পিছে যুদ্ধ বাঁধিয়ে রেখে
            অস্ত্রের ব্যবসাটা করে নিই।
শান্তির বুকে অশান্তির আগুন জ্বালিয়ে
         যুদ্ধ যুদ্ধ খেলি,
               সন্ত্রাসীকে উপড়ে ফেলি।
ব্যক্তির রোষে জাতি ধ্বংস করি,
            আমরা শান্তির খোঁজ করি।
অশান্তি বাঁধিয়ে রেখে
                  শান্তির অজুহাত খুঁজি,
সেনা পাঠিয়ে, অস্ত্র বিক্রি বাড়িয়ে
                 সমাধানের পথ খুঁজি।
(২৪ মে ২০১১)