চৌদিকে  প্রশান্তির অন্তহীন নিঃস্তব্ধতা
           বিকশিত অবাধ শ্যামলিমা!
নিঃশব্দে অন্তপুরে  দাঁড়িয়ে অন্তরঙ্গে
ধূসর প্রান্তর দৃষ্টিসীমায় জেগে ওঠে।
কহল বিবাদ আর লোভ লালসার অন্তদ্বন্দ্বে,
বৈরিতা অত্মঘাতির মাঝে স্বপ্নীল অঙ্গন
স্বপ্নবিলাসী রৌদ্রলোকে অবারিত বৃষ্টির ছোঁয়া।
                    কেঁপে ওঠে হেমন্ত বাতাস!
প্রেমদেবির অশ্রুবিন্দুতে ভাসে নিঃস্তব্ধতার জনপদ;
শিশির মাখা শিউলি ভোরে গ্রাস করে একে একে
হোলি খেলার কৃত্রিম ছায়াতলে।
            নবীন দূর্বাদলে দেবীর বিসর্জন
বিরহ বুকে শ্যামলীমা নির্জন একাকী!
       ধূসর প্রান্তর দৃষ্টিসীমায় জেগে ওঠে
অন্তহীন নিঃস্তব্দতার অদ্ভুত আঁধারে।
   ফেনিল নীল জলে স্বপ্নবিলাসী জলকন্যা
বেদনার মায়াবী ওষ্ঠে শ্যামলিমাা চলে - - -
        দিকচক্রবাল ভেদে সন্ন্যাসব্রত চুম্বনে!
বিবশ চৈতন্যজুড়ে লাল প্রজাপতি ওড়ে
                        প্রেমের চুম্বনে - - - -
সেই অচেতন চৈতন্য জুড়ে অন্তপুরে অনন্ত বেদনা,
     লীলালাস্য ভূমিতে একাকী শ্যামলিমা।