বাঙালির শাড়ি বাংলার নারী
অপরাজিতের জীবন। সংগ্রামী হাতিয়ার।
           শাড়িতে জীবনগাঁথা
                  উৎসব পর্বনে চিরচেনা
      চিরন্তন বাংলার নারী।
বাংলার আনাচে কানাচে চিরচেনা সে রূপ।
রমণীর ভাঁজে ভাঁজে গ্রাম বাংলার ছবি আঁকে,
স্বযতেœ আগলে রাখে শাড়ির জীবনগাঁথা।
ঘর-সংসার, অফিস-আদালতে বাংলার নারী;
      স্বমহিমায় আসন গেড়েছে শাড়ি।
                 শাড়ি, বিশ্বে বাঙালির প্রতিচ্ছবি
স্বপ্নছায়া জীবনের পথচলা,
                      স্বদেশের অনুভবে।
ভাবনায় আঁকা স্বাচ্ছন্দে জীবনচলা
দীর্ঘ সংগ্রাম শেষে, হারানো যৌলুসে ফেরে,
বন্দুর পথ শেষে মসৃণ পথে হাঁটছে নারী।
পাশাচাত্যের অভিজাত নতুনের মাঝে
স্বযতেœ আগলে রেখে শাড়ি, বাঙালির চিরচেনা
ঐতিহ্যে ভরা শাড়ি, বাংলার রমনী।
বাংলার নারী; বাংলা মায়ের আঁচলে ঢাকা রূপ
মায়ের ভালোবাসার মিষ্টি রূপ।
                              আহ কি অপরূপ!
মায়ের শাড়ি আদরের একমুখ,
হাসি-কাঁন্নার মাঝে ফুঁটে ওঠে সুখ।
(০৮ আগষ্ট ২০১৪)