রূপের সাগরে ডুবায়েছো আঁখি গোধুলি বেলায়!
যখন এসেছি আমি দিবার কিছু নাই
শেষ মুহুর্ত! তবু এসেছি আপন প্রয়োজনে
আজ এ উৎসবের দিনে।
কোথায় কী যেন হারিয়েছি! খুঁজে ফিরি বারবার,
চলার পথে, রাতের আঁধারে --- ভেসে ভেসে!
নিশুতি রাতে। উৎসবের দিনে! সৃষ্টির আহবানে
নানা কাজে ভিন্ন আয়োজনে।
ঘুম ভাঙ্গাবার জন্য! সৃষ্টির আহবানে।
মাটি আর রক্তের প্রলেপ দিয়েছি ঘিরে
ব্যথা বেদনা যতই আসুক ফিরে
উৎসাহে ওঠ! কর্ম চাঞ্চল্য পাবে ফিরে, উৎসবে!
  শেষ মুহুর্তে, জন-মানবের গানে মাটির মমতায়,
এসো। ভেদাভেদ ভুলে থাকি একতায়।
একদিন সব ব্যথা যাবে ভুলে
সৃষ্টির বুকে উঠব জ্বলে।
পুরানো আঘাত যাবে সয়ে,
সব ব্যথা ক্লেদ দুঃখ যাবে চলে।
এ উৎসবে এসো শেষ মুহুর্তে
আঁধার শেষে যদি খুঁজে পাই সোনালী প্রভাতের!
ঘুম ভেঙ্গে হয়ত দেখব বাতাস বইচে শরতের।
ভৈরবের তীরে হোঁচট খেয়ে থমকে দাঁড়িয়ে
সৃষ্টির আহবানে, উৎসাহের উৎসবে আপন প্রয়োজনে।
কোন কালে গানের বিহবল ভেসে ভেসে
যন্ত্রনার বীষ গুছিয়ে রাখব অবশেষে।