বাতাসে কুয়াশার কাঁপন, শিশিরে ভেজা ঘাস;
বৃক্ষরাজির নগ্নডালে গায়ে গায়ে বাস,
একটু  আলোর আশায় দােল
শীতের সকালে।
কৃষক ছোটে মাঠে, শীত কুয়াশা ঠেলে;
কিছু মুখে গুজেই শ্রমিক দৌড়ায় কলে।
কনকনে ঠাণ্ডায় উষ্ণ চায় সকলে
শীতের সকালে।
সূর্যের অভিমানি, সারাদিন লুকোচুরি
শৈত্যপ্রবাহ তাড়াতাড়ি ঘরে ফিরি
কুয়াশা ঝরে দলে দলে
শীতের সকালে।
ছেলে-বুড়ো সকলেই নাড়ার আগুনের পাশে,
তাপ নেয় শরীরে, হাত ছেঁকে আগুনে
যতক্ষণ না সূর্য ওঠে দিকভালে
শীতের সকালে।
মানুষ পশুপাখি সকলেই ভীত শীতে
তাই উষ্ণ আলো খোঁজে প্রভাতে
বাংলার শীত ঋতু শীতে দোলে
শীতের সকালে।
কুয়াশা জমে জমে ঝরেপড়ে টুপটাপ,
পাতা ঝরা বৃক্ষেপাতা ঝরে টপাটপ।
চাঁদ-সূর্য় বন্দি কুয়াশার জালে।
শীতের সকালে।
শীতের আমেজে বড়মিষ্টি খেজুরের রস
বাঙালির ঐতিহ্য , বহে শীতের সুবাস।
খেজুর রসের পায়েস,মন যে ছুটে চলে
আমাদের শীতের সকালে।
সারাদিন হৈ চৈ, শীতল হাওয়ায় ধরণী ঘেরা,
শীতবস্ত্র গায়ে জড়িয়ে বাড়ি ফেরা।
শান্তির ঘুম, বড় মজা লেপ-কম্বলে
শীতের সকালে।