শিশুমন বিকশিত করো কল্পনার বিশুদ্ধ মননে,
ফুলের মতো ফোঁটাও, ভরিয়ে তোল প্রস্ফুটিত কাননে।
ধর্মীয় জ্ঞান, ভক্তি, শ্রদ্ধা, দেশপ্রেম শেখাও শৈশবকালে
মিথ্যার বাহাদুরি, ছলচাতুরি, ভ্রান্ত ইতিহাস শিখাও না ছলে।
নীতি কথা, সৎ স্বভাব শেখাও শিশুর বিকশিত মনে;
মুক্তচিন্তায় কল্পনার জগতকে উন্মুক্ত করাও শিশুমনে।
(১৩ জুন ২০১৭)