নিঃশেষে শুষে নেব বৃষ্টির ছায়া রৌদ্র,
শ্বাপদসংকুল বনের অদৃশ্য স্বপ্নলতার সমুদ্র।
লাস্যময়ী নারীদের বেদনার নিঃসঙ্গতা,
অলীক মানুষের অন্তরীক্ষের আকাঙ্খা।
ভুল পথে চলা রাষ্ট্রনেতার আদর্শ,
শুষে নেব পুরানো স্মৃতির মতিভ্রম, দেব পরামর্শ।
অসীম আকাশের নীচে অনন্ত পথের দিগন্তে,
জীবন খুঁজি ক্লান্ত শরীরে ফসলের মাঠে।
শুষে নেব শালুমোড়া পৃথিবীর ভণ্ডমি রূপ!
অন্তহীন জীবন জীবিকার অলীক মরীচিকার বিরূপ।
নিবিড় ঘুমের দুঃস্বপ্নে আচমকা কেঁপে উঠে,
শুষে নেব মানব পথের ক্লান্তি, মানবের বুক চিরে।
(১৮ ফেব্রæয়ারি ২০১৩)