কষ্টগুলো আরো বাড়ে দুঃসময়ে স্মৃতির পীড়নে,
দিবারাত্রির সন্ধিক্ষণে বুকে বিঁধে শূন্য কিরণে।
হয়ত সুখে ছিলে! কী ভুলে এলে! আমিই দায়ী,
এলামেলো কষ্ট তবু দেখ হয়ত হতে পার জয়ী।
ঠোঁটে ছিল কথামালা, বুকেতে গভীর জ্বালা;
তবুও কখনো করোনি সংসারের হেলাফেলা।
একাকী যন্ত্রণায় থাকি, কীভাবে বলি কার ভুল!
শুনতে কি পাও পদধ্বনি, প্রতীক্ষায় থাকো কি ব্যাকুল?
স্মৃতির পীড়নে কষ্টগুলো বাড়ে বুকের গভীরে,
চাঁদের আলোয়, সন্ধ্যা কিংবা প্রাতে খুঁজি হৃদয় ঘরে।
প্রান্ত সীমানায় আমি অপরাধি মন নিয়ে থাকি,
কাঁদো কাঁদো মুখখানা আজও কাঁদতে দেখি।
কষ্ঠগুলো আরো বাড়ে স্মৃতির পীড়নে অনন্ত গহীনে,
বসন্ত বিকেলে খুঁজে ফেরো ভেজা চোখে অভিমানে।
ছুঁয়ে ছুঁয়ে আছো মন এই শূন্য হৃদয়ে  লুকিয়ে,
চোখের তারায় নেমে আসে ঘোর তোমাকে হারিয়ে।
সন্ধ্যা নেমেছে চোখের বাড়িতে স্মৃতির ব্যালকনিতে,
অভিমান ভুলে স্মৃতির নীড়ে এসো তুমি এ বর্ণিল বসন্তে।