ছবিটা বিবর্ণ ক্যানভাসে আঁকা বিস্মৃতি প্রায়
          আষ্টে-পৃষ্ঠে স্মৃতি জড়িয়ে রাখে ঘরময়!
অতীত হয়ে। স্মৃতির ঝাপসা ভাঙ্গাফ্রেমে
              আকাশ নোয়ানো নীরাভ জমিনে
ধীরে ধীরে এগিয়ে আসছে যেন
                         নিঃশব্দে খুব সাবধানে
তারপর হাওয়ায় দোল খায়
              তখনই দৃষ্টি সহসা পলক ফেলে
নিঃমেষিত চায়ের কাপের ওপর দিয়ে!
আলতো করে ভাঁজ উল্টানো খবরের কাগজ।
টুপটাপ ঝরে পড়ে বৃষ্টি,
                    নিস্তব্ধতার আবরণ সরিয়ে
ছবি ভেসে ওঠে ঝাপসা স্মৃতিতে
                       রঙের বিবর্ণ ক্যানভাসে
পাশে সদ্য ফোঁটা বিটপ----
                  সদ্যপ্রসূত নবজাতক সাদৃশ্য!
ছবির রংটা বিবর্ণ ক্যানভাসে আঁকা!
             নৈঃশাব্দিক আস্তরণে আবৃত দেখা,
নীলাভ ছায়ার ভাঙ্গাফ্রেমে।
চারিদিক বিমুগ্ধতায় ভরিয়ে তোলে
                আলো আঁধারীময় কোমলতায়।
(১৩/৭/২০১০)