ফুলে ফুলে সেঁজেছে স্মৃতির মিনার
হীরা-মণি-মুক্তার চেয়ে বেশি ভক্তি-শ্রদ্ধা।
কেউ বাজাই নি কোন বাদ্য!
নীরবে প্রর্থনা সারে, খালি পায়ে দাঁড়িয়ে।


অপলক দৃষ্টিতে চেয়ে থাকে স্মৃতির মিনারে,
               মাতৃভক্তির শহিদ মিনারে।
রঙে রঙে সেঁজেছে ঋতুরাজ বসন্তের সাথে,
আমের মুকুলে কিংবা শিমুল ফুলের মিতালিতে।
   ভাষা শহীদদের স্মরণে
            স্মৃতির শহদি মিনারে।


উজ্জ্বল নক্ষত্র হয়ে ভাসে
               প্রিয় মাতৃভাষার গান।
আজও কানে বাজে ভাষার স্লোগান,
অশ্রু ঝরিয়ে রক্ত দিয়ে লেখা কথামালা,
জীবন দিয়ে কেনা আমাদের এ বর্ণমালা।


মাতৃভক্তিতে মাথা অবনত আজ শহিদ মিনারে,
ফুল হাতে ছোটে স্মৃতির শহিদ মিনারে।
কোটি কোটি মানুষ স্মরণ করে
             ফুল হাতে ভালোবাসা দিয়ে।
ভাষা শহিদের নাম এঁকেছে তাই
                     বজ্র মুষ্টির সূর্যশিখরে।


যুগে যুগে রাঙিয়েছে হৃদয়ের বর্ণমালা,
কবিতা, গানে, গল্প, উপন্যাসে নিত্য পথচলা।
পতাকায় দোলে, শহিদ মিনারে
          মহানায়কের নাম,
শহিদ স্মরণে ফুলের শুভেচ্ছা
  শ্রদ্ধায় অবনত আর বাংলা হয়েছে মহান।
                    ( ২১ ফেব্রুয়ারি ২০১১)