অপরূপ জ্যোৎস্নায় যেতে যেতে
থমকে দাঁড়াই মোহময় স্নিগ্ধ রাতে!
সুপ্ত প্রতিমার প্রকৃতিতে প্রাসাদের লীলা,
অদৃশ্যে নিরাকার চঞ্চল্য চিত্তে বস্তুশীলা।
মৌলিক স্রোতে অসমতল পদচিহ্ন,
মেঘ ঠেলে জ্যোৎস্নায় রাত যেন অপরাহ্ন।
দূরে শুনি অশনি সংকেতের হাহাকার,
চাঞ্চল্যে সৃষ্টিমন্ত্র যপে মাটির সংসার!
বিচিত্র আলোয় প্রজ্ঞা পর্দাটা দোলে আমরণ,
মননের স্পর্শে জগত জাগরণে তীব্র শিহরণ।
অপরূপ জ্যোৎস্নায় রক্তস্নানে পুনরুজ্জীবিত,
স্নিগ্ধ রাতে অলৌকিক পুলকিত।