বাংলার ইতিহাসে হাজার বছরের শ্রেষ্ট বছরটি একাত্তর,
          কেউ কেউ বলে গন্ডগোলের বছর;
একাত্তরের শ্রেষ্ট মাসটি হলো ডিসেম্বর
নিঃসন্দেহে শ্রেষ্ট তারিখটি হলো ষোলো।
যা বাংলাদেশীদের একান্ত আপন হলো।
রমনার রেসকোর্স ময়দানে
শীতের আমেজে  পড়ন্ত বিকেলে।
বাংলাদেশের অভ্যুদ্বয়;   নতুন মানচিত্র
আনন্দঘন মহাকাব্যিক মহেন্দ্রক্ষণে
              মুক্তি সংগ্রামের সমাপ্তি ঘটে।
মানচিত্রে বাংলাদেশকে বাঙালির আপন করে,
বীর জনতার শ্রেষ্ট ভাষণকে মূলমন্ত্র করে
স্বাধীনতার সংগ্রামকে মুক্তির সংগ্রামে
                               রূপান্তর করে
বঙ্গবন্ধুর  ০৭ই মার্চের ভাষণে।
স্বপ্নের বীজকে বাস্তবে পরিণতি করে।
অবশেষে ষোল ড়িসেম্বরের
পড়ন্ত বিকেলে।


(১৯ ফেব্রæয়ারী ২০০৮)