আঙ্গিনায় কে যেন নাই! মহাশঙ্কায় জাগে ভয়,
ক্লান্তির অবগুণ্ঠনে আঁধারে ঢাকছে ধরণিময়।
কোন নীড়ে লুকালে তুমি? এ সন্ধ্যায়,
কুলবধূ বন্ধ করো না তোমার মায়াময়।
             স্তব্ধ কেন মোর প্রেম সখি?
সন্ধ্যা দীপ জ্বালো, বন্ধ করো না আঁখি।
উর্ধ্বাকাশে তারাগুলি দেখিছে নয়ন মেলি,
         দেখো চেয়ে এনেছি পুরে অঞ্জলি।
হে ললনাময়ী! স্নেহ মোহবন্ধন প্রেমময়ী!
বৃথা ক্রন্দন কেন? করুণ মিনতি বলোতো কে দায়ী!
              স্নেহ মায়াবন্ধন হে অনুরাগিনী!
এ ঘোর যামিনীতে মুছে দাও মুখ আঁচল টানি।
                     স্বপ্ন জড়ায়ে কামিনী
         আঙ্গিনায় একা একা অভিমানি,
নিশীথ গগনে পূর্ণচাঁদ এ বসন্ত রাতে,
      অঞ্জলিপুরে পুষ্প ছিটাও দু’হাতে।
                                        



  (১৭ জুলাই ২০০৯)