বিকেলের কুয়াশাছন্ন রোদে বসে
                       বেমালুম ভুলে যাই
অচেনা স্বপ্ন ঘোরে, তীর্থযাত্রায়
          বাঁধা পড়ে রহস্যের অজানায়!
প্রেমের আকাশে মেঘবৃষ্টি রাশি রাশি।
মন চায়, মন উজাড় করে ভালোবাসি।
দৃশ্যের আড়ালে তীর্যক আলো
          চিত্রকল্পে স্বপ্ন ঢাকা পড়লো।
তবু, অতীত ভেবে নির্বিকার
      ভবিষ্যৎ ভাবনায় অস্থির হাহাকার।
দৃশ্যের স্বপ্নকল্প যেন চিত্রকল্প,
বিকেলের ঝাঁপসা আলোয় দেখি অল্প।
ইচ্ছার আবেগে মন চায়,
       প্রকৃতির মাঝে সহজে মিশে যাই
অসীম শূন্যতায় হারাই গন্তব্যে
             চিত্রকল্পের স্বপ্নের মায়ায়।
(১০ ডিসেম্বর ২০১১)