বিলুপ্ত সভ্যতার রৌদ্রস্নানে স্বপ্ন আঁকে সংঘাত,
আক্রান্ত নগরে পুরানো রক্ত দাগের আর্তনাদ।
অচেনা প্রান্তরে অলৌকিক রহস্য ছায়ামনে,
তেপান্তরে অন্ধকার নামে অমাবশ্যার ঘ্রাণে।
সভ্যতার দৌড়ে ছায়া হয়ে ছোটে আর্তনাদ!
বালিয়াড়ির ঘেরাটোপে আজ বহুবর্ণের সাম্যবাদ।
দৈবদুর্বিপাকে প্রতিশোধস্পৃহা জাগে আড়ালে,
মাত্রাবৃত্তের স্বপ্নজালে জাতি ছোটে কূটকৌশলে।
হিং¯্রতার আতঙ্কে সভ্যতা খোঁজে জনে জনে,
জীবন চলে শখের করতে, সভ্যতার রৌদ্যস্নানে।
         (২৬ সেপ্টম্বও ২০১৪)