আজ কোথাও কি আছে? গ্রাম, পাড়া-মহল্লা, নগরে
সৃজনশীল, সাংস্কৃতিক কিংবা সামাজিক অনুষ্ঠানে ভীড় করে।
মানবতা আজ হাই হ্যালো, তাও আবার ইণ্টারনেটে!
একান্নবর্তী পরিবারে সন্তানদের প্রতি মা-বাবা, শিক্ষক
আর বড়দের আচরণ ছিল স্নেহপূর্ণ আন্তরিক।
ছোট পরিবারে বিভক্ত হয়ে সন্তানদের উচ্চ শিক্ষিত করে,
তারপর আদরের সন্তান মা-বাবাকে রাখে বৃদ্ধাশ্রমে।
কোটি মানুষের দেশে প্রভাত ফেরিতে হয় না ভীড়,
তাই তো পাজিত শক্তি বারবার টিপে ধরে শীর।
অপকৌশলে বিষবাষ্প ছড়াচ্ছে ইতিহাস বিকৃতিতে,
লেখাপড়া বাদে যুব সমাজ ডুব দিচ্ছে ফেসবুকে।
অগাধ তথ্য আর অবাধ তথ্য প্রযুক্তিতে তরুণেরা,
আপন থেকে বিছিন্ন হচ্ছে আমাদের যুবকেরা।
আজ মা-বাবা কোমলমতি শিশুদের ধর্মীয় মূল্যবোধ,
নিজস্ব সাংস্কৃতি, ইতিহাস আর বড়দের প্রতি শ্রদ্ধাবোধ।