সবুজের মাঝে হলুদে হলুদে ভরে গেছে মাঠ
                                সর্ষে ফুলে ফুলে,
হেমন্তের শেষে আর শীতের শুরুতে
               মাঠের পর মাঠ সর্ষে ফুল দোলে।
প্রকৃতি তাঁর নব বধু সাজে সবুজ পাড়
                             আর হলুদ জমিনে,
            দাঁড়িয়ে আছে বাংলা বধুর কিরণে।
মৌমাছি সেথা চুম্বন দেয়
       আর সুবাসের সাথে প্রজাপতি উড়ে
সর্ষে ফুলের ঘ্রাণ ছড়ায় গ্রাম বাংলা জুড়ে।
  শীতবুড়ি জড়িয়ে ধরে সন্ধ্যার কুয়াশা হাওয়ায়,
সবুজের মাঝে সর্ষে ফুল প্রকৃতিকে দোলা দেয়।
                যে দিকে তাকাই মাঠের পরে মাঠ
প্রকৃতি সেজেছে হলুদে সর্ষে ফুলে ভরেছে মাঠ।



                                    (২৩ ডিসেম্বর ২০০৯)