বসন্ত তুমি এসেছ যৌবনে ভালোবাসার হাত ধরে,
ফুলের সৌরভে, ফলের বাগানে বাংলার প্রকৃতি ভরে।
প্রকৃতির বুকে রক্তিম আভায় কৃষ্ণচূড়া-শিমুলের ডালে,
কোকিলের মুগ্ধ গানে, প্রেমিক মন আনন্দে দোলে।