বসন্ত তুমি এসেছ বন্ধু
        ফুলেভরা ফাগুনের আগুনে,
ঝরাপাতার দেশে
       কচিপাতার যৌবন আগমণে।
কুয়াশার আঁচল সরিয়ে
        ঋতুরাজের সোনালী রোদে,
আম্রকাননে অলির গুঞ্জনে
      প্রকৃতি জাগায় জ্যোৎস্না চাঁদে।