ফুল আর ফলে বসন্ত বরণে,
জেগে ওঠে সংগোপনে;
যৌবন জোয়ারে ভালোবাসার
প্রহরে প্রেমিক দু’জনে।
বসন্ত তুমি এসেছ কুসুম শোভিত
সবুজ ফসলের মাঠে,
বাহারি ফুলের রূপ সৌন্ধর্যে
তরুণীর উচ্ছ্বাস হৃদয় তটে।