হলুদ শাড়িতে তরুণীর
       খোঁপায় দোলে বুনো মেঠো ফুল,
নবীন ফসলের মাঠে
           কৃষক ছোটে আনন্দে উৎফুল।
ঠাণ্ডা-কুয়াশা ঠেলে উৎফুল্ল মনে
               বসন্ত বরণে মনটা জুড়ায়,
বসন্ত এলো ঐ প্রকৃতির
       রূপ-রঙ মিশিয়ে যৌবন ধারায়।